চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ঘাটে বজ্রপাতে নিহত ১৪ পরিবারকে ৫ লাখ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে নিহত পরিবারগুলোর হাতে এসব চেক তুলে দেয়া হয়।
জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আবদুল ওদুদ এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
আরও পড়ুনঃ সিলেট ও সুনামগঞ্জে দু’দিন ধরে ত্রাণ বিতরণ করছে নড়াইলের স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন
এ সময় তিনি বলেন, নিহত পরিবারগুলোতে যাতে আর্থিকভাবে স্বচ্ছতা ফিরে আসে, সেই লক্ষে প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন। এছাড়া জেলাজুড়ে বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপনে কাজ শুরু হয়েছে। এতে উপস্থিত ছিলেন নিহতদের পরিবারের সদস্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
প্রিন্ট