কুষ্টিয়ার খোকসায় মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের কর্মশালা অনুষ্ঠিত। সোমবার সকালে উপজেলা অডিটরিয়ামে খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধারা আলহাজ্ব সদর উদ্দিন খান।
প্রধান অতিথি আলহাজ্ব সদর উদ্দিন খান তার বক্তব্যে বলেন মাদক এর সঙ্গে কোন আপস নেই, মাদকের ব্যাপারে কেউ তদবির করবেন না, মাদক বিরোধী অভিযানে পুলিশ প্রশাসনকে বেশি ভূমিকা রাখতে হবে। তিনি বলেন এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের উদ্দেশ্য করে বলেন মাদকের ব্যাপারে আপনারা কাউকে সহ সহযোগিতা করবেন না তিনি আগামী জুলাই মাস কে খোকসা মাদকমুক্ত মাস হিসেবে ঘোষণা করে এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা কামরুজ্জামান সোহেল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, সাংবাদিক, শুধী ও স্কুল কলেজের ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদকদ্রব্য অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা বিষয়ে বড় পর্দায় উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসাহাক আলী।
পরে খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, সাংবাদিক, শুধী ও স্কুল কলেজের ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট