শহরের আলিপুরে সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান খান মিরোজ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এ আজকের দিনের প্রথম কোয়ার্টার-ফাইনালে জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয়েছে মোল্লাবাড়ি সড়ক ফুটবল একাদশ। এছাড়া দিনের অপর কোয়াটার ফাইনালে মাশুক চৌধুরী স্মৃতি সংঘ প্রতিপক্ষ আলিপুর কিং কে ৮-০ গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল উন্নীত হয়।
এদিন প্রথম কোয়ার্টার ফাইনালে মোল্লাবাড়ি সড়ক একাদশ প্রতিপক্ষ কবিরপুর স্পোর্টিং ক্লাবকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে পরবর্তী পর্যায়ে উন্নীত হয়।
খেলার প্রথমার্ধে সাজিবুল মোল্লাবাড়ীর পক্ষে গোল করলে তার দল প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে। খেলার দ্বিতীয়ার্ধে বিজয়ী দলের পক্ষে সাজিবুল, সৌরভ ও প্রশান্ত আরো একটি করে গোল করলে ৪-০ গোলের ব্যবধানে জয়লাভ করে তার দল এবং প্রথম দল হিসেবে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
দিনের দ্বিতীয় খেলায় মাশুক চৌধুরী স্মৃতি সংঘ প্রতিপক্ষ আলিপুর কিংসকে ৮-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে। এই খেলায় রুবেল হ্যাটট্রিকসহ পাঁচ গোল করেন। এছাড়া একটি করে গোল করেন আরিফ, রায়হান ও স্বাধীন। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ৩-০ গোলে এগিয়ে ছিল। গুরুত্বপূর্ণ খেলা দুটি পরিচালনা করেন রেফারি রবিন।
প্রিন্ট