ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খোকসা উপজেলা পরিষদ নির্বাচন, চেয়ারম্যান নির্বাচিত ঘোড়া প্রতীকের প্রার্থী Logo কালুখালীতে স্বাস্থ্য সেবার মান পরিবর্তন! Logo কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে টিটু সুমন ও টুকটুকি বিজয়ী Logo ফরিদপুর তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা Logo তানোরে চেয়ারম্যান পদে ময়না, ভাইস চেয়ারম্যান তানভীর রেজা ও সোনিয়া নির্বাচিত Logo বাঘায় তিরস্কারমূূলক কথা বলার জেরে মারধর, আহত-৪ Logo নলছিটিতে চোরাই অটোরিকশাসহ আটক -২ Logo তীব্র গরমে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে ডায়রিয়া রোগী Logo কুষ্টিয়া বিএডিসি (সার) অফিসের এডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ Logo কুষ্টিয়া ভোটকেন্দ্রে বিশৃঙ্খলাঃ আচরণ‌বি‌ধি লঙ্ঘ‌নের অ‌ভি‌যো‌গে কাউন্সিলর আটক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মাগুরার ভিটাশাইর এলাকায় শালিস বৈঠকে রাজন লস্কারের উপর অর্তকিত হামলা 

মাগুরা সদর উপজেলার পৌরসভার ভিটাশাইর গ্রামের রাজন লস্কারের উপর শালিস বৈঠকে অর্তকিত হামলা হয়। গত ২০ জুন সোমবার রাত অনুমান ৭.৩০ টার সময় ইসলামবাগ পাড়ায় রোজীর চা এর দোকানে ভিটাশাইর পূর্ব পাড়া গ্রামের আলামিন, সাগর, আশিক, তামিম ও আকাশ সবার বয়স (১৬-১৮) সেভেন আপ খাওয়া নিয়ে কেরাম বোর্ড খেলছিলো।
পরবর্তীতে কিছু সময় পরে কয়েকজন মুরব্বিরা লোকজন কেরাম বোর্ড খেলতে আসলে তাদেরকে সম্মান দেখিয়ে ছেলেরা আফসারের পুকুর পাড়ে চলে যায়। হঠাৎ করে ইসলামবাগ পাড়ার ২০-২৫ জন (১৮-২০) বছরের ছেলেরা এসে রড, হকিস্টিক, এসএসপাইপ ও হাতুড়ি দিয়ে ভিটাশাইর পূর্ব পাড়ার ৫ জন ছেলের উপর অতর্কিত হামলা চালায়।
তখন ভিটাশাইর এলাকার ছেলেরা মার খেয়ে এসে আশিক লস্কার তার চাচাতো ভাই রাজন লস্কার কে ফোনে মারধর ও হামলার বিষয়টি জানায়। ঘটনার বিষয়টি ধামাচাপা দিতে ভিটাশাইর এলাকার নুরুল মৃধা (৬০) পি- আফতাব মৃধা মিমাংসা করার বলে ১-১.৩০ ঘন্টা পর বখাটে ছেলেদের ফোন দিয়ে শালিস বৈঠকে এসেয় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালক মনিরুল শিকদার এর উপর হামলা চালায়।
হামলার বিষয়টি রাজন লস্কার এই প্রতিবেদককে  মাগুরা সদর হাসপাতালের বেড থেকে জানান, মনিরুল শিকদার কে আমি শালিস বৈঠক থেকে রক্ষা করতে গেলে নুরুল মৃধা, সোহেল মৃধা, রুবেল মৃধা, খায়রুল সহ আরও অজ্ঞাত ২৫-৩০ জন অনুমান সময় রাত ১০.৩০ টার সময় আমার উপর ঝাপিয়ে এলোপাতাড়ি কোপ ও মারধর করতে থাকে।
এ সময় দূর্বৃত্তরা আমার মাথায় রামদা দিয়ে কোপ, এসএসপাইপ ও হাতুড়ি দিয়ে আঘাত করে, ঘটনার সময় উক্ত শালিস বৈঠক স্থানে প্রায় শতাধিক লোকজন উপস্থিত ছিলো। ঘটনার এই বিষয়টি নিয়ে মাগুরা সদর থানায় অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করতে রাজন লস্কার ও তার মা গিয়ে ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

খোকসা উপজেলা পরিষদ নির্বাচন, চেয়ারম্যান নির্বাচিত ঘোড়া প্রতীকের প্রার্থী

error: Content is protected !!

মাগুরার ভিটাশাইর এলাকায় শালিস বৈঠকে রাজন লস্কারের উপর অর্তকিত হামলা 

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
মাগুরা সদর উপজেলার পৌরসভার ভিটাশাইর গ্রামের রাজন লস্কারের উপর শালিস বৈঠকে অর্তকিত হামলা হয়। গত ২০ জুন সোমবার রাত অনুমান ৭.৩০ টার সময় ইসলামবাগ পাড়ায় রোজীর চা এর দোকানে ভিটাশাইর পূর্ব পাড়া গ্রামের আলামিন, সাগর, আশিক, তামিম ও আকাশ সবার বয়স (১৬-১৮) সেভেন আপ খাওয়া নিয়ে কেরাম বোর্ড খেলছিলো।
পরবর্তীতে কিছু সময় পরে কয়েকজন মুরব্বিরা লোকজন কেরাম বোর্ড খেলতে আসলে তাদেরকে সম্মান দেখিয়ে ছেলেরা আফসারের পুকুর পাড়ে চলে যায়। হঠাৎ করে ইসলামবাগ পাড়ার ২০-২৫ জন (১৮-২০) বছরের ছেলেরা এসে রড, হকিস্টিক, এসএসপাইপ ও হাতুড়ি দিয়ে ভিটাশাইর পূর্ব পাড়ার ৫ জন ছেলের উপর অতর্কিত হামলা চালায়।
তখন ভিটাশাইর এলাকার ছেলেরা মার খেয়ে এসে আশিক লস্কার তার চাচাতো ভাই রাজন লস্কার কে ফোনে মারধর ও হামলার বিষয়টি জানায়। ঘটনার বিষয়টি ধামাচাপা দিতে ভিটাশাইর এলাকার নুরুল মৃধা (৬০) পি- আফতাব মৃধা মিমাংসা করার বলে ১-১.৩০ ঘন্টা পর বখাটে ছেলেদের ফোন দিয়ে শালিস বৈঠকে এসেয় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালক মনিরুল শিকদার এর উপর হামলা চালায়।
হামলার বিষয়টি রাজন লস্কার এই প্রতিবেদককে  মাগুরা সদর হাসপাতালের বেড থেকে জানান, মনিরুল শিকদার কে আমি শালিস বৈঠক থেকে রক্ষা করতে গেলে নুরুল মৃধা, সোহেল মৃধা, রুবেল মৃধা, খায়রুল সহ আরও অজ্ঞাত ২৫-৩০ জন অনুমান সময় রাত ১০.৩০ টার সময় আমার উপর ঝাপিয়ে এলোপাতাড়ি কোপ ও মারধর করতে থাকে।
আরও পড়ুনঃ ফরিদপুরে পদ্মায় পানি বৃদ্ধিঃ ভাঙন ঝুঁকিতে ৩৫০ পরিবার
এ সময় দূর্বৃত্তরা আমার মাথায় রামদা দিয়ে কোপ, এসএসপাইপ ও হাতুড়ি দিয়ে আঘাত করে, ঘটনার সময় উক্ত শালিস বৈঠক স্থানে প্রায় শতাধিক লোকজন উপস্থিত ছিলো। ঘটনার এই বিষয়টি নিয়ে মাগুরা সদর থানায় অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করতে রাজন লস্কার ও তার মা গিয়ে ছিলেন।