শহরের আলিপুরে সাজেদা কবির উদ্দিন বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মেজবাউর রহমান খান মিরোজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় জয় লাভ করেছে মাশুক চৌধুরী স্মৃতি একাদশ।
এদিন তারা প্রতিপক্ষ ফরিদপুর ফুটবল ক্লাব কে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে।
বিজয়ী দলের পক্ষে আরিফ, শান্ত, রুবেল, ও সুমন একটি করে গোল করে। অন্যদিকে ফরিদপুর ফুটবল ক্লাব এর পক্ষে একাই দুটি গোল করেন সীমান্ত।বিজয়ী দল খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল।
প্রিন্ট