শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা এই প্রতিপাদ্য মটোকে সামনে নিয়ে গবাদী পশু, পোল্ট্রি, মৎস্য এবং সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ (ভিডিপি পুরুষ) ৩ দিনের সমাপনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। মঙ্গলবার ২১ জুন সকাল ৯’টার সময় থেকে দিনব্যাপী জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও ভিডিপি মাগুরা প্রশিক্ষণ হলরুমে ১৯ জুন থেকে ২১ জুন ৩ দিন ব্যাপি জেলা জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাগুরা এর আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট এইচ এম বেলাল, সার্কেল এ্যাডজুট্যান্ট আজিজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রশিক্ষিকা ষষ্ঠী রাণী মজুমদার, প্রশিক্ষক টিপু বিশ্বাস মহম্মদপুর উপজেলা প্রশিক্ষক প্রতাপ রায়। তিন দিনের এই প্রশিক্ষণে ৫০ জন আনসার ও ভিডিপির পুরুষ সদস্যরা অংশ গ্রহণ করে।
আজ বেলা ১ টার সময় মাগুরা সদর উপজেলার শিবরামপুর গ্রামের জুয়েল শিকদার এর পোল্ট্রি খামারে ও ফারুক আহমেদ বাবুল এর গরু ও মৎস্য খামারে সরেজমিনে ভিডিপির প্রশিক্ষণার্থী সদস্যদেরকে খামার পরিদর্শনে নিয়ে যান জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী। এরপর খামার পরিদর্শন থেকে ফিরে এসে প্রশিক্ষণার্থী সদস্যদের মাঝে সনদপত্র, পুরস্কার ও ৫ শত টাকা যাতায়াত ভাতা প্রদান করা হয়।
প্রিন্ট