ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

এবার কোবরানির ঈদে হাট কাঁপাবে কুষ্টিয়ার ‘সেরখান’

সেরখান নাম শুনলেই মনে হবে কোনো এক এলাকার প্রভাবশালীর ব্যক্তির নাম। কিন্তু এটি একটি হাতির মত বিশাল আকৃতির কুষ্টিয়ার একটি কোরবানির পশু। যার নাম রাখা হয়েছে সেরখান। এবার ঈদে কুষ্টিয়ার কোবরানির হাট কাঁপাবে এই সেরখান। যার ওজন এক হাজার ৬’শত কেজি। মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টাকা।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের হাজীপাড়া গ্রামের প্রান্তিক খামারি আকমাল ইসলাম। দীর্ঘ চার বছর ধরে ফ্রিজিয়ান জাতের গরুটি নিজের সন্তানের মত লালন পালন করে বড় করেছেন। আদর করে গরুটি’র নাম দিয়েছেন সেরখান। সুঠাম দেহের অধিকারী সুউচ্চ এই গরুটিকে কোরবানির হাটে তোলার জন্য অনেক কষ্টে গোয়ালঘর থেকে বের করতে হয়েছে তাকে।

যে কারণে প্রতিদিন উৎসুক মানুষ সেরখানকে দেখতে ভিড় জমাচ্ছেন গরুটির মালিক কৃষক আকমালের বাড়িতে। বিশাল আকৃতির গরুটি লালন-পালন করায় উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকেও মিলেছে পুরস্কার। প্রশংসিত হয়েছেন উপজেলা এলাকার সেরা খামারি হিসেবেও।

গরুটির মালিক আকমাল ইসলাম জানান, ৪ বছর ধরে গরুটিকে ঘাস, খোল, ভূষি, কলা, মাল্টাসহ বিভিন্ন ফল-ফলাদি খাইয়ে স্বাস্থ্য সম্মতভাবে লালন-পালন করে নিজ সন্তানের মত অতিকষ্টে বড় করে তুলেছি। আদরের পশু সেরখানকে লালন-পালন করতে তার অনেক অর্থ ব্যয় হয়েছে। সেরখানকে বড় করতে অনেক টাকা ঋণ হয়ে পড়েছেন তিনি। ঋণের টাকা পরিশোধ করতেই তাকে এবারের কোরবানির হাটে বিক্রি করতে হচ্ছে। কোরবানির হাটে যে সমস্ত গরু উঠছে তার মধ্যে সেরখান এখনও সেরা সবচেয়ে বড় কোরবানির পশু।

আরও পড়ুনঃ নওগাঁর আত্রাইয়ে মিষ্টি আলু চাষে ঝুঁকেছে কৃষক

মিরপুর উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা সোহাগ রানা বলেন,এই উপজেলায় পশু স্বাস্থ্য সম্মতভাবে কোরবানির জন্য প্রস্তুত করেছেন কৃষকরা। উপজেলা প্রাণীসম্পাদ অফিস তাদের নানাভাবে বুদ্ধি-পরামর্শ দিয়েছেন। প্রতিদিন শত শত মানুষ উপজেলার ধুবইল ইউনিয়নের হাজীপাড়া এলাকায় কৃষক আকমালের বাড়িতে গরুটিকে দেখতে তার বাড়িতে ভিড় করছেন। গরুটি দেখতে উপজেলা প্রাণিসম্পদ অফিসথেকে আমরাও গিয়েছিলাম। গরুটির মালিক স্বাস্থ্যসম্মত ভাবে লালন-পালন করে গরুটিকে বড় করে তুলেছেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হরিপরে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত

error: Content is protected !!

এবার কোবরানির ঈদে হাট কাঁপাবে কুষ্টিয়ার ‘সেরখান’

আপডেট টাইম : ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :

সেরখান নাম শুনলেই মনে হবে কোনো এক এলাকার প্রভাবশালীর ব্যক্তির নাম। কিন্তু এটি একটি হাতির মত বিশাল আকৃতির কুষ্টিয়ার একটি কোরবানির পশু। যার নাম রাখা হয়েছে সেরখান। এবার ঈদে কুষ্টিয়ার কোবরানির হাট কাঁপাবে এই সেরখান। যার ওজন এক হাজার ৬’শত কেজি। মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টাকা।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের হাজীপাড়া গ্রামের প্রান্তিক খামারি আকমাল ইসলাম। দীর্ঘ চার বছর ধরে ফ্রিজিয়ান জাতের গরুটি নিজের সন্তানের মত লালন পালন করে বড় করেছেন। আদর করে গরুটি’র নাম দিয়েছেন সেরখান। সুঠাম দেহের অধিকারী সুউচ্চ এই গরুটিকে কোরবানির হাটে তোলার জন্য অনেক কষ্টে গোয়ালঘর থেকে বের করতে হয়েছে তাকে।

যে কারণে প্রতিদিন উৎসুক মানুষ সেরখানকে দেখতে ভিড় জমাচ্ছেন গরুটির মালিক কৃষক আকমালের বাড়িতে। বিশাল আকৃতির গরুটি লালন-পালন করায় উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকেও মিলেছে পুরস্কার। প্রশংসিত হয়েছেন উপজেলা এলাকার সেরা খামারি হিসেবেও।

গরুটির মালিক আকমাল ইসলাম জানান, ৪ বছর ধরে গরুটিকে ঘাস, খোল, ভূষি, কলা, মাল্টাসহ বিভিন্ন ফল-ফলাদি খাইয়ে স্বাস্থ্য সম্মতভাবে লালন-পালন করে নিজ সন্তানের মত অতিকষ্টে বড় করে তুলেছি। আদরের পশু সেরখানকে লালন-পালন করতে তার অনেক অর্থ ব্যয় হয়েছে। সেরখানকে বড় করতে অনেক টাকা ঋণ হয়ে পড়েছেন তিনি। ঋণের টাকা পরিশোধ করতেই তাকে এবারের কোরবানির হাটে বিক্রি করতে হচ্ছে। কোরবানির হাটে যে সমস্ত গরু উঠছে তার মধ্যে সেরখান এখনও সেরা সবচেয়ে বড় কোরবানির পশু।

আরও পড়ুনঃ নওগাঁর আত্রাইয়ে মিষ্টি আলু চাষে ঝুঁকেছে কৃষক

মিরপুর উপজেলা প্রাণীসম্পাদ কর্মকর্তা সোহাগ রানা বলেন,এই উপজেলায় পশু স্বাস্থ্য সম্মতভাবে কোরবানির জন্য প্রস্তুত করেছেন কৃষকরা। উপজেলা প্রাণীসম্পাদ অফিস তাদের নানাভাবে বুদ্ধি-পরামর্শ দিয়েছেন। প্রতিদিন শত শত মানুষ উপজেলার ধুবইল ইউনিয়নের হাজীপাড়া এলাকায় কৃষক আকমালের বাড়িতে গরুটিকে দেখতে তার বাড়িতে ভিড় করছেন। গরুটি দেখতে উপজেলা প্রাণিসম্পদ অফিসথেকে আমরাও গিয়েছিলাম। গরুটির মালিক স্বাস্থ্যসম্মত ভাবে লালন-পালন করে গরুটিকে বড় করে তুলেছেন।


প্রিন্ট