ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালমারীতে দেউলিয়া মিলটির পাশেই নতুন জুটমিল প্রতিষ্ঠিত করেছেন পরিচালনাকারীরা Logo মাগুরায় শত্রুজিৎপুর নূরুল ইসলাম দাখিল মাদরাসায় জালিয়াতি করে চাকরির অভিযোগ Logo মুকসুদপুরে সাংবাদিক হায়দারের কুশপুত্তলিকা দাহ Logo মুকসুদপুরে যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ Logo তানোরে সার চোরাচালানের মহোৎসব! Logo ফরিদপুরে ৫ দিনব্যাপী ৮৬১ ও ৮৬২ তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন Logo রূপগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার Logo বালিয়াকান্দির ‘উকুন খোটা’ স্কুল এখন দেশসেরা হওয়ার অপেক্ষায় Logo তানোরের নারায়নপুর স্কুলে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান Logo বাঘায় গলা কেটে হত্যা, নিহতের ভাইরা ভাই রায়হান গ্রেপ্তার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মাগুরা মহম্মদপুরে কতিপয় দুষ্কৃতকারীর ষড়যন্ত্রের শিকার মাওলানা মাহবুবুর

মাগুরা মহম্মদপুর উপজেলায় দুষ্কৃতকারীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন  বালিদিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মো. ফজলু মোল্যার পুত্র বিগত ইউনিয়ন নির্বাচন করা প্রার্থী মাওলানা মাহবুবুর রহমান। গত ইউপি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সহযোগিতায় ও ষড়যন্ত্রের মাধ্যমে সাংবাদিকের কাছে মিথ্যা তথ্য দিয়ে ১৫ জুন একটি পত্রিকায় মাগুরায় পাকা ঘর দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ শিরোনামে একটি খবর প্রকাশিত করা হয়।
মাওলানা মাহবুবুর রহমান জনান, আমি একটি সংস্থার মাধ্যমে চারশতাধিক পরিবারের কাছ থেকে ঘর বাবদ আবেদন নিয়ে ঐ সংস্থায় আবেদন  পঠিয়েছি, যার অধিকাংশ লোকের কাছ থেকে বিন্দুমাত্র কোন খরচ নেওয়া হয়নি। হাতেগোনা মুস্টিমেয় যাদের দেওয়ার সামর্থ্য আছে এমন কিছু পরিবারের কাছ থেকে খরচ বাবদ সামান্য কিছু টাকা নেওয়া হয়েছে। সেটা লক্ষ লক্ষ টাকা নয়, প্রকৃত পক্ষে আমার সুনাম, সুখ্যাতি নষ্ট করা ও জনগণের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করার জন্য একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে এই অপপ্রচারে নেমেছে, যেটা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমাকে পরবর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে দুরে রাখার জন্য তাদের এই অপপ্রয়াস। তাদের এই ষড়যন্ত্র কোন কাজে আসবে না, সত্যের জয় চিরদিনই হয় ইনশাআল্লাহ।
সরেজমিনে রবিবার ১৯ জুন যেয়ে পত্রিকায় নাম আসা অভিযোগকারী আবেদনকারীদের সাথে কথা বলে মহবুবুর রহমানের এই কথার সত্যতা মেলে। তাদের মধ্যে একজনের নাম সালিমুল পিতা জয়নুউদ্দীন গ্রাম বালিদিয়া ইউপির মৌলি গ্রামে তিনি বলেন, সাংবাদিক ফোন দেওয়ার আগে চাঁপাতলা গ্রামের মুরাদ কাকা আমাকে বলে কত টাকা দিয়েছো ঘর বাবদ, আমি বললাম ২৫ শত টাকা, সে বলললো ২৫ শত টাকার কথা বাদ দিয়ে আমি যা বলি এখন থেকে কেউ জানতে চাইলে তুমি বলবা, ঘর বাবদ আমি ২৫ হাজার টাকা দিয়েছিলাম। এই কথা বলার ঠিক পাঁচ মিনিট পর এক সাংবাদিক সালিমুলকে ফোন দেয়। সে জানতে চাইলো ঘর বাবদ আপনি কত টাকা দিয়েছেন। সালিমুল তখন মুরাদ কাকার শেখানো কথা বলে।
সালিমুল এই প্রতিবেদকের ভিডিও ক্যামেরার রেকর্ড বক্তব্য বলেন, এটা আমার ভুল হয়েছে আমি মুরাদের শিখানো কথা বলা আমার বড় ভুল ও চরম অন্যায় হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের শুকুরন, ক্ষমা রাজবংশী, বালিদিয়া ইউনিয়নের চরচাপাতলা গ্রামের আব্দুর রশিদ বিশ্বাস, সুন্দরী, তাসলিমা, মৌলি গ্রামের শাহিনুর রহমান মেলিনা খাতুন, ছোট কলমধারী গ্রামের সামেলা ও শিল্পী সহ শতাধিক লোকজন বলে আমরা ঘর বাবদ আবেদন করেছি তবে কোন টাকা পয়সা দেয়নি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে দেউলিয়া মিলটির পাশেই নতুন জুটমিল প্রতিষ্ঠিত করেছেন পরিচালনাকারীরা

error: Content is protected !!

মাগুরা মহম্মদপুরে কতিপয় দুষ্কৃতকারীর ষড়যন্ত্রের শিকার মাওলানা মাহবুবুর

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ :
মাগুরা মহম্মদপুর উপজেলায় দুষ্কৃতকারীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন  বালিদিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মো. ফজলু মোল্যার পুত্র বিগত ইউনিয়ন নির্বাচন করা প্রার্থী মাওলানা মাহবুবুর রহমান। গত ইউপি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সহযোগিতায় ও ষড়যন্ত্রের মাধ্যমে সাংবাদিকের কাছে মিথ্যা তথ্য দিয়ে ১৫ জুন একটি পত্রিকায় মাগুরায় পাকা ঘর দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ শিরোনামে একটি খবর প্রকাশিত করা হয়।
মাওলানা মাহবুবুর রহমান জনান, আমি একটি সংস্থার মাধ্যমে চারশতাধিক পরিবারের কাছ থেকে ঘর বাবদ আবেদন নিয়ে ঐ সংস্থায় আবেদন  পঠিয়েছি, যার অধিকাংশ লোকের কাছ থেকে বিন্দুমাত্র কোন খরচ নেওয়া হয়নি। হাতেগোনা মুস্টিমেয় যাদের দেওয়ার সামর্থ্য আছে এমন কিছু পরিবারের কাছ থেকে খরচ বাবদ সামান্য কিছু টাকা নেওয়া হয়েছে। সেটা লক্ষ লক্ষ টাকা নয়, প্রকৃত পক্ষে আমার সুনাম, সুখ্যাতি নষ্ট করা ও জনগণের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করার জন্য একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে এই অপপ্রচারে নেমেছে, যেটা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমাকে পরবর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে দুরে রাখার জন্য তাদের এই অপপ্রয়াস। তাদের এই ষড়যন্ত্র কোন কাজে আসবে না, সত্যের জয় চিরদিনই হয় ইনশাআল্লাহ।
সরেজমিনে রবিবার ১৯ জুন যেয়ে পত্রিকায় নাম আসা অভিযোগকারী আবেদনকারীদের সাথে কথা বলে মহবুবুর রহমানের এই কথার সত্যতা মেলে। তাদের মধ্যে একজনের নাম সালিমুল পিতা জয়নুউদ্দীন গ্রাম বালিদিয়া ইউপির মৌলি গ্রামে তিনি বলেন, সাংবাদিক ফোন দেওয়ার আগে চাঁপাতলা গ্রামের মুরাদ কাকা আমাকে বলে কত টাকা দিয়েছো ঘর বাবদ, আমি বললাম ২৫ শত টাকা, সে বলললো ২৫ শত টাকার কথা বাদ দিয়ে আমি যা বলি এখন থেকে কেউ জানতে চাইলে তুমি বলবা, ঘর বাবদ আমি ২৫ হাজার টাকা দিয়েছিলাম। এই কথা বলার ঠিক পাঁচ মিনিট পর এক সাংবাদিক সালিমুলকে ফোন দেয়। সে জানতে চাইলো ঘর বাবদ আপনি কত টাকা দিয়েছেন। সালিমুল তখন মুরাদ কাকার শেখানো কথা বলে।
সালিমুল এই প্রতিবেদকের ভিডিও ক্যামেরার রেকর্ড বক্তব্য বলেন, এটা আমার ভুল হয়েছে আমি মুরাদের শিখানো কথা বলা আমার বড় ভুল ও চরম অন্যায় হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, বিনোদপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের শুকুরন, ক্ষমা রাজবংশী, বালিদিয়া ইউনিয়নের চরচাপাতলা গ্রামের আব্দুর রশিদ বিশ্বাস, সুন্দরী, তাসলিমা, মৌলি গ্রামের শাহিনুর রহমান মেলিনা খাতুন, ছোট কলমধারী গ্রামের সামেলা ও শিল্পী সহ শতাধিক লোকজন বলে আমরা ঘর বাবদ আবেদন করেছি তবে কোন টাকা পয়সা দেয়নি।

প্রিন্ট