ঢাকা , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাশিয়ানীতে ভুয়া প্রত্যয়ন দেওয়ায় ইউপি চেয়ারম্যানের নামে মামলা Logo পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা পুলিশের সেহেরী বিতরণ অনুষ্ঠিত Logo ফরিদপুরের ‌রথ খোলা পতিতালয় থেকে উদ্ধার হল দুই তরুণীঃ পাচার চক্রের নারী পারু বেগমকে আটক করেছে পুলিশ Logo ঈশ্বরদীতে কোকেন ব্যবসায়ী আটক Logo নতুন করে পান বরজ নির্মাণ শুরু করেছেন পানচাষীরা Logo মৌসুমে আয় ১০ লাখ টাকাঃ স্ট্রবেরি চাষে সফল পাবনার কৃষক নজরুল ইসলাম Logo বালিয়াকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তানকে মারপিট Logo পাংশায় পুলিশের অভিযানে ১কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার Logo মহম্মদপুরে বজ্রপাতে কোরআনের হাফেজ সহ দুই যুবকের মৃত্যু Logo দৌলতপুরের পদ্মার চর কৃষকের স্বপ্নের সমাহার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নওগাঁর আত্রাইয়ে দাম ভালো পাওয়ায় পাট চাষে ঝুঁকেছে কৃষক

অধিক মুনাফার আশায় নওগাঁর আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নে পাট চাষে কৃষকের আগ্রহ বেরেছে। পাট চাষীরা তাদের কম খরচে বেশি লাভের আশায় দিন দিন বারছে বাংলার সোনালী আঁশ পাটের চাষ। চাট চাষে ঝুকেছেন চাষীরা ।

উপজেলায় অন্যান্য ফসলের তুলনায় পাট চাষ করে লাভ তুলনামুলক ভাবে বেশি হওয়াতে ও বাজারে পাটের চাহিদা বেশি থাকায় পাট চাষে ঝুঁকেছেন অধীকাংশ চাষীরা। কম খরচে বেশি লাভ হওয়ায় দিনদিন বারছে পাটের চাষ। গত বছর পাটের দাম ভাল পওয়ায় এবারে মৌসমে কৃষকরা আরো বেশি জমিতে পাটের চাষ করেছেন। আবহাওয়া অনকুলে থাকায় এবারও পাটের ফলন বেশ ভাল হবে বলে আশা করা হচ্ছে। তবে কিছু কিছু এলাকায় রোগবালাই দেখা দিয়েছে এতে কৃষকরা হতাশ। বাজারে দাম ভাল পেলে এবছরও লাভোবান হতে পারবেন বলে জানান স্থানিয় কৃষকরা।

উপজেলার ১নং সাহাগোলা ইউনিয়নের সফল পাট চাষী রতনমিয়া জানান প্রত্যেক বছরে আমি পাটের চাষ করে থাকি।গত বছর পাট চাষ করে ভালো ফলনের পাশাপাশি দামও ভাল পেয়েছিলাম । তাই এ বছর আমি ২বিঘা জমিতে পাটের চাষ করেছি। আশা করছি এবারও লাভোবান হবো। কয়েকজন পাট চাষী জানান গত কয়েক বছর থেকে পাট চাষ করে বেশ ভাল লাভ পেয়েছি।

আরও পড়ুনঃ খাদ্যের তালিকা থেকে হারিয়ে যাচ্ছে ‘কাউন’

আগের তুলনায় দাম এখন অনেক বেশি তাই আমি প্রতি বছর পাট চাষ করছি। এবার পাটের যে আবাদ হয়েছে তাতে ১০ / ১২ মন পাট পাবো বলে আশা করছি। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিধ কে এম কাওছার বলেন আত্রাই উপজেলাই এবার পাট চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছিলো ২২৫ হেঃ জমিতে। আবহাওয়া অনুকুল থাকায় এবং দাম ভাল পাওয়ায় ২৩৫ হেঃ জমিতে পাট আবাদ হয়েছে।

সর্বপরী উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তারা মাঠ পর্যায়ে চাষীদের বিভিন্ন ভাবে সুপরামর্শ দিয়ে যাচ্ছেন। তাই অধীক মুনাফা অর্জনে পাট চাষিরা তাদের কম খরচে বেশি লাভোবান হওয়ায় দিনদিন বারছে আত্রাই উপজেলায় পাটের চাষ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কাশিয়ানীতে ভুয়া প্রত্যয়ন দেওয়ায় ইউপি চেয়ারম্যানের নামে মামলা

error: Content is protected !!

নওগাঁর আত্রাইয়ে দাম ভালো পাওয়ায় পাট চাষে ঝুঁকেছে কৃষক

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

অধিক মুনাফার আশায় নওগাঁর আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নে পাট চাষে কৃষকের আগ্রহ বেরেছে। পাট চাষীরা তাদের কম খরচে বেশি লাভের আশায় দিন দিন বারছে বাংলার সোনালী আঁশ পাটের চাষ। চাট চাষে ঝুকেছেন চাষীরা ।

উপজেলায় অন্যান্য ফসলের তুলনায় পাট চাষ করে লাভ তুলনামুলক ভাবে বেশি হওয়াতে ও বাজারে পাটের চাহিদা বেশি থাকায় পাট চাষে ঝুঁকেছেন অধীকাংশ চাষীরা। কম খরচে বেশি লাভ হওয়ায় দিনদিন বারছে পাটের চাষ। গত বছর পাটের দাম ভাল পওয়ায় এবারে মৌসমে কৃষকরা আরো বেশি জমিতে পাটের চাষ করেছেন। আবহাওয়া অনকুলে থাকায় এবারও পাটের ফলন বেশ ভাল হবে বলে আশা করা হচ্ছে। তবে কিছু কিছু এলাকায় রোগবালাই দেখা দিয়েছে এতে কৃষকরা হতাশ। বাজারে দাম ভাল পেলে এবছরও লাভোবান হতে পারবেন বলে জানান স্থানিয় কৃষকরা।

উপজেলার ১নং সাহাগোলা ইউনিয়নের সফল পাট চাষী রতনমিয়া জানান প্রত্যেক বছরে আমি পাটের চাষ করে থাকি।গত বছর পাট চাষ করে ভালো ফলনের পাশাপাশি দামও ভাল পেয়েছিলাম । তাই এ বছর আমি ২বিঘা জমিতে পাটের চাষ করেছি। আশা করছি এবারও লাভোবান হবো। কয়েকজন পাট চাষী জানান গত কয়েক বছর থেকে পাট চাষ করে বেশ ভাল লাভ পেয়েছি।

আরও পড়ুনঃ খাদ্যের তালিকা থেকে হারিয়ে যাচ্ছে ‘কাউন’

আগের তুলনায় দাম এখন অনেক বেশি তাই আমি প্রতি বছর পাট চাষ করছি। এবার পাটের যে আবাদ হয়েছে তাতে ১০ / ১২ মন পাট পাবো বলে আশা করছি। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিধ কে এম কাওছার বলেন আত্রাই উপজেলাই এবার পাট চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছিলো ২২৫ হেঃ জমিতে। আবহাওয়া অনুকুল থাকায় এবং দাম ভাল পাওয়ায় ২৩৫ হেঃ জমিতে পাট আবাদ হয়েছে।

সর্বপরী উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তারা মাঠ পর্যায়ে চাষীদের বিভিন্ন ভাবে সুপরামর্শ দিয়ে যাচ্ছেন। তাই অধীক মুনাফা অর্জনে পাট চাষিরা তাদের কম খরচে বেশি লাভোবান হওয়ায় দিনদিন বারছে আত্রাই উপজেলায় পাটের চাষ।