ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুবলীগ নৌকার প্রার্থীর পক্ষে গণসংযোগ করে বাড়ি বাড়ি ভোট চেয়েছেন। শনিবার বিকেলে বোয়ালমারী উপজেলার পৌর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে গণসংযোগ করেন।
বোয়ালমারী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী সেলিম রেজা লিপন মিয়ার পক্ষে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আহাদুল হাসান ও যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদারতপনের নেতৃত্বে আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের নেতাকর্মীরা শনিবার বিকেলে বোয়ালমারী পৌরসভার সদর বাজার ও বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সেলিম রেজা লিপন মিয়ার পক্ষে ভোট চান।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক জানে আলম জনি, সদস্য রবিউল ইসলাম, হুসাইন সরদার, সাজ্জাদুল ইসলাম পিকুল, হৃদয়ে আশিক, জিন্নুরাইন, বাবর মেম্বার ও রাজিব প্রমুখ।