ফরিদপুরের নগরকান্দায় সুদের টাকা দিতে বিলম্ব হওয়ায় বাড়ীতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় মহিলাসহ ৪ ব্যক্তি আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বসত বাড়ী।
জানাগেছে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের বাবু মুন্সীর নিকট থেকে ব্যবসা করার জন্য একই গ্রামের রুবেল চোকদার এক লাখ টাকা সুদে নেয়। সুদের টাকা ফেরত দিতে বিলম্ব হওয়ায় ১৩ জুন সোমবার সকালে বাবু মুন্সী তার দলবল নিয়ে রুবেলের বাড়ীতে হামলা করে। এ হামলায় রুবেল চোকদার সহ তার মা ফাতেমা বেগম, দাদী রেনা বেগম ও ছোট ভাই রাজা চোকদারকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রুবেল চোকদার বাদী হয়ে নগরকান্দা থানায় অভিযোগ দায়ের করেছে।
রুবেল চোকদার বলেন, বাবু মুন্সীর নিকট থেকে আমি ব্যবসা করার জন্য সুদে এক লাখ টাকা নিয়েছিলাম। ইতি মধ্যে ৫০ হাজার টাকা ফেরত দেয়া হয়েছে। এখন ও মিথ্যা কথা বলছে ও নাকি আরো আড়াই লাখ টাকা পাবে। সেই টাকা দিতে দেরী হওয়ায় লোকজন নিয়ে দেশীয় সহ আমাদের বাড়ীতে হামলা করে এবং বাড়ী ঘর ভাংচুর করে আমাদের মারপিট করেছে।
আরও পড়ুনঃ বোয়ালমারীতে উচ্ছেদকৃত সড়ক ওজনপথ’র জায়গা ফের বেদখল
অভিযুক্ত বাবু মুন্সীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রিন্ট