মাগুরা সদর উপজেলার আর্দশ ডিগ্রী কলেজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের এর অগ্নি নির্বাপণ ও ভূমিকম্প সম্পর্কে মহড়ার প্রস্তুতি করা হয়।
বুধবার ৮ জুন সকাল ১০.৩০ টার সময়ে মাগুরা আর্দশ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে অগ্নি নির্বাপণ ও ভূমিকম্প রোধে মহড়ার প্রস্তুতি চিত্র প্রদর্শন হয়।
মহড়ার সময় উপস্থিত ছিলেন মাগুরা আর্দশ ডিগ্রী কলেজ এর উপাধ্যক্ষ মো. গোলাম কাবিয়ার, মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর উপপরিচালক ডিএডি মাসুদুর রহমান, স্টেশন অফিসার সোহাগউজ্জামান, মহম্মদপুর উপজেলার সাব অফিসার মুস্তায়িন আলী, শ্রীপুর উপজেলার এসও শরিফুল ইসলাম সহ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সদস্য, আর্দশ ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্কাউট সদস্য বৃন্দগণ।
আরও পড়ুনঃ মরিচের সাথে গাঁজা চাষির বিরুদ্ধে মামলা
মহড়ায় উপাধ্যক্ষ গোলাম কাবিয়ার বলেন, সমাজের বসবাসরত মানুষদের নিরাপদ রাখার জন্য এবং নিজেদের পরিবারের নিরাপত্তার জন্য আমার কলেজের শিক্ষার্থীবৃন্দগণ আমি আশা করি মাগুরা ফায়ার সার্ভিসের মহড়া থেকে প্রাথমিক ধারণা নিয়েছে। আর এই মহড়ার প্রস্তুতি প্রদর্শন করার জন্য মাগুরা ফায়ার সার্ভিসের ডিএডি মাসুদুর রহমান সহ প্রত্যোক ফায়ার সদস্যদের অশেষ ধন্যবাদ দেন।
প্রিন্ট