মাগুরা জেলা ক্রীড়া অফিস ও পরিবর্তনে আমরাই এর যৌথ আয়োজন ও সহযোগিতায় সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদপত্র বিতরণ এবং সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়। বুধবার ১ জুন সকাল ১০ টায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২১-২০২২ এর আওতায় সাঁতার প্রশিক্ষণের সনদপত্র ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় মাগুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে।
সাঁতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি জেলা ক্রীড়া অফিসার, মাগুরা অনামিকা দাস। সাঁতার অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার, মাগুরা মো. রেজাউল করিম। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মাগুরা মো. জিয়াউল হাসান, প্রধান উপদেষ্টা, পরিবর্তনে আমরাই, মাগুরা এ্যাডভোকেট মো. শাখারুল ইসলাম শাকিল। এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিগণ।
সাঁতার প্রশিক্ষণের আয়োজনে : জেলা ক্রীড়া অফিস, মাগুরা ও সহযোগিতায় ‘পরিবর্তনে আমরাই’, মাগুরা। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা তথ্য অফিসার রেজাউল করিম ও পরিবর্তনে আমারই এর প্রধান উপদেষ্টা এ্যাড. শাখারুল ইসলাম শাকিল বলেন, ক্রীড়া বা খেলাধুলার মাধ্যমে একজন মানুষের শারীরিক-মানসিক অবস্থা সবসময় সতেজ ও আনন্দময় অবস্থায় থাকে।
অতিথিগণ আরও বলেন, খেলাধুলার মাধ্যমেই একজন মানুষ পৃথিবীর সব দেশেয় পরিচিত হয়ে উঠে এবং দেশের জন্য সুনামের গৌরব খ্যাতি অর্জন করে। অনুষ্ঠানের শেষে অতিথিগণ সাঁতার প্রতিযোগিদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।
প্রিন্ট