ফরিদপুরের নগরকান্দায় ব্যবসায়ী বাবু হত্যা মামলায় হায়দার মোল্যা নামে আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার ভোরে চর ছাগলদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হায়দার উপজেলার চর ছাগলদী গ্রামের আতিক মোল্যার ছেলে। পেশায় অটো ভ্যান চালক। সে বাবু হত্যা মামলার ৭ নম্বর আসামী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে থানা সুত্রে জানাগেছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের সুভিদার্থে পুলিশ তথ্য দিতে অস্বীকৃতি জানায়।
উল্লেখ্য গত ২৮ মে শনিবার দিবাগত রাতে নগরকান্দা বাজারের ব্যবসায়ী বাবু মোল্যাকে শরীরের বিভিন্ন স্থানে পেরেক ঠুকিয়ে ও হাত পায়ের রগ কেটে হত্যা করে। এ ঘটনায় রবিবার নিহত বাবুর স্ত্রী তানিয়া আক্তার বাদি হয়ে ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে।
আসামী গ্রেফতার নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুনঃ নগরকান্দায় শরীরে পেরেক ঢুকিয়ে ব্যবসায়ীকে হত্যা
প্রিন্ট