মাগুরায় ২৫ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠান করা হয়। বৃহস্পতিবার ২৬ মে সকাল ১০ টার সময় পৌরসভার ৬ নং ওয়ার্ডের পারনান্দুয়ালী পাড়ায় ২৫ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাগুরা ড. আশরাফুল আলম।
ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য মাগুরা-১ আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন সভাপতি বাংলাদেশ জেলা আওয়ামী লীগ জেলা শাখা আফম আব্দুল ফাত্তাহ, প্রশাসক জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখা বাবু পঙ্কজ কুমার কুন্ডু, সাবেক সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখা মুন্সি রেজাউল হক, সাবেক মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত আসন) কামরুল লায়লা জলি, চেয়ারম্যান উপজেলা পরিষদ মাগুরা সদর আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মো. আবু নাসির বাবলু, মেয়র মাগুরা পৌরসভা খুরশীদ হায়দার টুটুল, নির্বাহী প্রকৌশলী এলজিইডি মাগুরা মো. শরিফুল ইসলাম, সহকারী পরিচালক সমাজসেবা অধিদপ্তর মাগুরা ও প্রকল্প পরিচালক মাগুরা ডায়াবেটিক হাসপাতাল মাগুরা মো. জাহিদুল ইসলাম, উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর মাগুরা মো. আশাদুল ইসলাম।
আরও পড়ুনঃ সালথায় সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সাবেক জেলা আওয়ামী দপ্তর সম্পাদক এ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহীন, সাবেক জেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান, কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট মইনুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সভাপতি বাংলাদেশ কৃষক লীগ মাগুরা পৌরসভা শেখ আহম্মদ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক সদর থানা বাংলাদেশ কৃষক লীগ মো. আনসার আলী টিটু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
প্রিন্ট