মাগুরা শালিখায় ১৪ বছর ২ মাস সাজাপ্রাপ্ত দু”জন দীর্ঘ দিন পালাতক থাকা আসামী গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।
শালিখা থানা চত্বরে আজ বিকাল ৫টার সময় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশারুল ইসলাম।
আসামিরা হলেন উপজেলার তালখড়ি ইউনিয়নের মোঃফারুক হোসেন (৩৫) ও কামাল হোসেন (২৫),গ্রাম+ডাকঘরঃ ছান্দড়া,(ইউপি) তালখড়ী,পিতাঃমোঃইসরাইল মোল্লা। তারা দু”জন আপন দু’ভাই দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ২০১৩ সালে নাশকতার ও একাধিক মামলার আসামি বিভিন্ন ধারায় পৃথকভাবে দু’জনের ১৪ বছর করে সাজা প্রদান করেন আদালত। শালিখা থানার মামলা নং-১৬ তাং৩০/০৮/২০১৩,ও জি আর নং-১৩৪/১৩,ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩ পেনাল কোড এর চৌদ্দ বছর দু’মাস সাজাপ্রাপ্ত আসামি ফারুক ও কামাল।
আরও পড়ুনঃ পাংশায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত
শালিখা থানা পুলিশ জানান গত ১৮/০৫/২২ বুধবার এক গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশারুল ইসলামের নেতৃত্বে এসআই লালটু, পিএসআই মনজুরুল, মাসুম বিল্লা, এ এস আই বাশার, জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান পরিচালনা করে মাগুরা সদর থানা এলাকায় জেনারস স্কুলের সামনে থেকে ও ইছাখাদা বাজার থেকে সাজা গ্রেপ্তারি পরোয়ানা মূলে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশারুল ইসলাম জানান, আসামি মোঃফারুক হোসে, মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি।তার নামে শালিখা থানায় নাশকতামূলক আরো ৬ টি মামলা রয়েছে।
এছাড়া তিনি আরও জানান গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে তাদের সহযোগীদের সহায়তায় বিভিন্ন অপরাধমুলক বাসে অগ্নিসংযোগ, জনসমাবেশে পেট্রোল নিক্ষেপ, করা সহ দেশদ্রোহী,ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ২০১৩ সাল হতে বিভিন্ন এলাকায় নানা ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ছত্রছায়ায় থেকে টেন্ডারবাজিসহ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলো।
এদিকে শালিখা থানা এলাকায় মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে বাচাতে, জঙ্গিবাদ দমনে সন্ত্রাসমুক্ত এলাকা গড়তে কঠোর ভুমিকায় থেকে জনমনে বিশ্বাস ও আস্থা অর্জন করে চলছে শালিখা থানা পুলিশ।
প্রিন্ট