আজ শনিবার (২১মে) নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিকদারের প্রথম মৃত্যু বার্ষিকী।
সাবেক এই সংসদ সদস্যর মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার কবর জিয়ারত এবং দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে। জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক উপজেলার চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ২০২১ সালের ১৮ মে অসুস্থতাজনিত কারণে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা অবনতি ঘটলে তাকে খুলনা সিটি হাসপাতালে পুনরায় ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ বোয়ালমারীতে অজ্ঞাত নারীর মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার
২১ মে রাতে ঢাকায় নেয়ার পথে মাওয়ায় ফেরীতে এ্যাম্বুলেন্সের মধ্যে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬১ বছর।
আব্দুল কাদের সিকদার নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তিনি একাধিকবার জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তৃণমূল থেকে উঠে আসা আব্দুল কাদের সিকদার রাজনীতিতে ব্যাপক জনপ্রিয় ও প্রভাবশালী নেতা ছিলেন।
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের নাকসী হাইস্কুল মাঠে জানাজা শেষে রঘুনাথপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছিলো।
প্রিন্ট