রাজবাড়ী জেলার পাংশার মৈশালা পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে ১৭তম বার্ষিকী ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হয়েছে। শনিবার (১৪ মে) মহানাম সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
জানা যায়, গত ১০ মে শ্রীমদ্ভাগবত পাঠ, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস এবং বুধবার ১১ মে হতে ১৩ মে পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়।
এ মহানাম যজ্ঞানুষ্ঠান ঘিরে শতশত নারী-পুরুষ ভক্তবৃন্দের সমাগম ঘটে। মহানাম যজ্ঞানুষ্ঠানে আগত ভক্তবৃন্দের মাঝে সার্বক্ষণিক প্রসাদ বিতরণ কার্যক্রম চলে।
প্রিন্ট