বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটি গত ২৬ শে এপ্রিল অনুমোদন করা হয়েছে। এই কমিটি আগামী এক বছর কার্যক্রম পরিচালনা করবে।
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার নবনির্বাচিত উক্ত কমিটিতে জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রার্থপ্রতিম বিশ্বাস (অমিত) কে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সম্পদ কুমার সাহা কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
উক্ত কমিটি ফরিদপুরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে জানিয়েছে হিন্দু ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি।
প্রিন্ট