মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে পাবনার চাটমোহরে তৃতীয় পর্যায়ে ২২টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল জমিসহ ঘর। জমি ও ঘর পাওয়া এসকল গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
এরআগে এই ২২টি পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়।
গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এসকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ হামিদ মাস্টার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,সহকারী কমিশনার (ভূমি) তানজিনা খাতুন,কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ,উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ,সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়শা খাতুন,শিক্ষা
অফিসার খন্দকার মাহবুবুর রহমান,পিআইও এস এম শামীম এহসান,সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম,মথুরাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম,ডিবিগ্রাম ইউপি চেয়ারম্যান শামীম হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলার ডিবিগ্রাম ও মথুরাপুর ইউনিয়নের ২২ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমি ঘরের চাবি ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
প্রিন্ট