ফরিদপুরের নগরকান্দা পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্নু মাতুব্বর আর নেই। বুধবার ভোর চারটার দিকে নগরকান্দা উপজেলার জুঙ্গরদি গ্রামের নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। এ সময় তিনি দুই স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্যা আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াতের ছেলে ফরিদ মাতুব্বর জানান, বুধবার বাদ জোহর কাসিমুল উলুম মাদ্রাসা মাঠে জানাযা শেষে জুঙ্গুরদী গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে ।
মুন্নু মাতুব্বরের মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ফরিদপুর-২ আসনের এমপি ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সবুল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।