আজকের তারিখ : মে ১২, ২০২৫, ২:০৪ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ৬, ২০২১, ৪:৩১ পি.এম
নগরকান্দার পৌর আ’লীগের সভাপতির ইন্তেকাল

ফরিদপুরের নগরকান্দা পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্নু মাতুব্বর আর নেই। বুধবার ভোর চারটার দিকে নগরকান্দা উপজেলার জুঙ্গরদি গ্রামের নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি অইন্নাইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। এ সময় তিনি দুই স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্যা আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াতের ছেলে ফরিদ মাতুব্বর জানান, বুধবার বাদ জোহর কাসিমুল উলুম মাদ্রাসা মাঠে জানাযা শেষে জুঙ্গুরদী গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে ।
মুন্নু মাতুব্বরের মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ফরিদপুর-২ আসনের এমপি ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সবুল চন্দ্র সাহা, সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha