উফশী আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কুষ্টিয়ার ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) সকালে ভেড়ামারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার বীজ ও সার কৃষকদের হাতে তুলে দেন।
আরও পড়ুনঃ খোকসায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
এসময় ভেড়ামারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম,অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহামুদা সুলতান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানাজ ফেরদৌসীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিজন কৃষককে পাঁচ কেজি উফশী বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
কৃষি বিভাগ জানায়, ২০২২-২৩ মৌসুমে আউশ প্রণোদনার আওতায় ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সর্বমোট সাত শত জন কৃষক কে বীজ ও সার দেওয়া হয় বলে জানান ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম।
প্রিন্ট