পাবনার চাটমোহরে সামাজিক সংগঠন সামাজিক বন্ধন এর আয়োজনে চাটমোহর সরকারি ডিগ্রী কলেজ খেলার মাঠে বৃহস্পতিবার সকালে মাদকবিরোধী অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সৈকত ইসলাম, এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র নাজিম উদ্দিন মিয়া, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী,সামাজিক বন্ধনের উপদেষ্টা দেওয়ান জামিউল ইসলাম কাবলি, চাটমোহর ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক ফজলুর হক কালু প্রমূখ।
উদ্বোধনী ম্যাচে রেলবাজার ক্রিকেট একাদশ বনাম ডিএ জয়েন উদ্দিন স্কুল অংশগ্রহণ করে।খেলার আম্পায়ারের দায়িত্ব পালন করেন ইমরন হোসেন ও রবিউল ইসলাম।