বাংলা নববর্ষ ১৪২৯ কে বরণ করার জন্য ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে আজ সকাল সাড়ে দশটায় ফরিদপুর শহরের শিশু একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায় এর সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার,,পুলিশ সুপার আলিমুজ্জামান, বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজভী জামান, রাশিন এর নির্বাহী আসমা আক্তার মুক্তা সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন।
বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সংবাদ লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।
প্রিন্ট