মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর রবিবার (১০ এপ্রিল) সকালে উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচির উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় পাংশা মডেল থানায় কর্মসূচির আয়োজন করা হয়।
প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচির প্রদর্শন অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা পৌরসভার মেয়র মো. ওয়াজেদ আলী মন্ডল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব মন্ডল, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান প্রামানিক উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ চরভদ্রাসনে পুলিশের সহায়তায় প্রধানমন্ত্রীর ঘর পেল গৃহহীন সোনাই বিবি
এছাড়া আরও উপস্থিত ছিলেন পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব (মোনা বিশ্বাস), কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, যশাই ইউপির চেয়ারম্যান আবু হোসেন খান, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেন, মৌরাট ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেছমত আলী শেখ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ।
কেন্দ্রীয়ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন অনুষ্ঠান প্রদর্শন শেষে পাংশা মডেল থানায় হতদরিদ্র গৃহহীন পরিবার কুরবান আলী শেখের হাতে বাংলাদেশ পুলিশ কর্তৃক নির্মিত ঘরের চাবি ও কাগজপত্র হস্তান্তর করেন বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি। এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
শেষে বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি পাংশা মডেল থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন করেন। পুলিশের সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি।
প্রিন্ট