২৬ র্মাচ মহান স্বাধীনতা ও জাতীয় দবিস ২০২২ উদযাপন উপলক্ষে বোয়াল খালী উপজেলার পুর্ব চরণদ্বীপ ঘাটিয়াল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাহেদের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোরশেদের সঞ্চালনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুর্ব চরণদ্বীপ ঘাটিয়াল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহসভাপতি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাবের আহমদ রিজভী।
আরও পড়ুনঃ ফরিদপুরে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র এলাকার সমাজ সেবক প্রবাসী মোঃ কামাল উদ্দনি, বক্তব্য রাখেন শিক্ষক মোহাম্মদ আলম, মোঃ মোকতার হোসনে, মোঃ মোরশদে প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, পাকিস্তনের শোষণ, নিপীড়নের বিরুদ্ধে এ দেশেরে আপামর জনতার আত্মত্যাগে সংগ্রামে ১৯৭১ সালে সুর্দীঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধরে মাধ্যমে পাকস্তিানের কাছ থেকে ২৬ র্মাচ, এই দিনেই স্বাধীনতা র্অজন করে বাংলাদশে ।
পৃথবিীর ইতিহসে এ দেশে যতকছিু হয়েছে তার মধ্যে এই স্বাধীনতা র্অজনই সবচয়ে বড় ও বিস্ময়কর একটি ঘটনা। দেশেরে স্বাধীনতার ভিতি মজবুত করতে হিংসা-বিদ্বেষ ভুলে সকলের সম্মিলিত প্রচষ্টয় সবাই মিলে দেশের মানুষরে আশা, আকাঙ্ক্ষা পূরণে একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদশে গড়ার জন্য সভায় বক্তারা আহবান জানান।
প্রিন্ট