ফরিদপুরে পালন করা হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে ফরিদপুরের গোয়ালচামট স্মৃতি স্তম্ভে সকাল সাড়ে ছয়টায় পুষ্পার্ঘ অর্পণ, মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে থেকেই বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে স্বাধীনতা স্তম্ভ এ হাজার হাজার মানুষ পুষ্পার্ঘ অর্পণ করতে উপস্থিত হয়।
সকাল ছয়টা ৬-৫০ মিনিটে কর্মসূচি শুরু হয়। এতে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মোনাজাত করা হয় ।
শ্রদ্ধা নিবেদন পর্বে ফরিদপুরের ৩ আসনের সাংসদ সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এরপর ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ফরিদপুর জেলা পরিষদ, ফরিদপুর পৌরসভা, উপজেলা পরিষদ, ফরিদপুর প্রেসক্লাব, বিভিন্ন এনজিও সহ একাধিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক, পৌর মেয়র অমিতাব বোস, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহমুদ হোসেন, প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সংসদের বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ প্রমূখ।
এছাড়া ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে কুচকাওয়াজ, আলোচনা সভা , এবং বিকেলে এই দিবসকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে।
প্রিন্ট