ঋতুরাজ বসন্তের মনোরম প্রাকৃতিক পরিবেশে ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত মাগুরার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ, নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ৩১ মার্চ সকাল ১০ টার সময় জেলা প্রশাসক মাগুরা ড. আশরাফুল আলম এর সভাপতিত্বে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়ে। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য মাগুরা -১ আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বিশেষ আমন্ত্রিত অতিথিবৃন্দগণ ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাগুরা সদর আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মো. আবু নাসির বাবলু, মেয়র মাগুরা পৌরসভা খুরশীদ হায়দার টুটুল, জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবির, নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুব্রত কুমার পাল, সম্পাদক প্রধান শিক্ষক মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মো. জিয়াউল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিগণ।
প্রধান অতিথি এমপি সাইফুজ্জামান শিখর বলেন, আমি ছোট বেলায় এই স্কুলে পড়াশোনা করেছি। আজ আমার মনে হচ্ছে আমি যেন সেই ছোট বেলার স্কুল জীবনে ফিরে আসছি। সভাপতি ড. আশরাফুল আলম বলেন, সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুর, মাঠ ও ব্লিডিং এর উন্নয়ন কাজ খুব দ্রুত সময়ের মধ্যে করা হবে।
প্রিন্ট