শোরুম থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার সময় সড়ক দূর্ঘটনায় শহিদুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন মঙ্গলবার (০৫ জানুয়ারী) দুপুর ২টার পরে চাটমোহর উপজেলার গুনাইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ভাঙ্গুড়া উপজেলার কলকতি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী ও একই এলাকার আলহাজ্ব আবু বক্কারের ছেলে।
এলাকাবাসীর তথ্যে জানা গেছে, নিহত শহিদুল ইসলাম বাজাজ সিটি-১০০ মডেলের মটরসাইকেল কিনে ভাঙ্গুড়া উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে গুনাইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মোড় অতিক্রম করার সময় বিপরিত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলির সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক শহিদুল ইসলাম নিহত হয়।
ঘটনা সত্যতা স্বীকার করে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. আমিরুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর জানার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।