“প্লাস্টিক দূষণ : ক্ষতিকর প্রভাব” এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে মাগুরায় উপজেলা পর্যায়ে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন অনুষ্ঠান। মঙ্গলবার ৪ জানুয়ারী সকাল ১০ টার সময় মাগুরা কালেক্টরেট বিজয় চত্ত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, ঢাকা এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন মাগুরা সদর এর বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাগুরা সদর মোঃ ইয়াছিন কবীর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাগুরা ডঃ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাগুরা মোঃ আফাজ উদ্দিন, চেয়ারম্যান উপজেলা পরিষদ মাগুরা সদর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু নাসির বাবলু।
অনুষ্ঠানে বিচারক ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মাগুরা সদর প্রশান্ত কুমার দে, উপজেলা কৃষি অফিসার মাগুরা সদর মোঃ হুমায়ুন কবির, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাগুরা সদর মোঃ শরিফ হাসান সোহাগ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মোঃ জিয়াউল হাসান, অধ্যক্ষ নাজির আহমেদ কলেজ বেরইল পলিতা মোঃ খোন্দকার হায়াত আলী। মেলায় অংশ গ্রহণ করে এ মজিদ একাডেমী, গৃহগ্রাম মাগুরা শেখ রাসেল সোলার প্যানেল, বায়ু শক্তি বিদ্যুৎ, গ্রীনহাউজ, পেট্রল ও পানি থেকে গ্যাস উৎপাদন প্রদর্শনী করা হয়।
পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এজি একাডেমী বিদ্যালয়, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়, জাগলা এইচ এম মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয় অংশ গ্রহণ করে। অনুষ্ঠানের শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম ক্ষুদ্র-নৃত্তাত্বিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি চেক বিতরণ করেন।
প্রিন্ট