মাগুরা পাল্লা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাক ও রিকশার মুখোমুখি সংঘর্ষ ৩ জন গুরুতর আহত। মঙ্গলবার ১৬ নভেম্বর বেলা ১২ টার সময় ৯০৭ টাটা মাঝারী ট্রাক মাগুরা-নড়াইল রোড থেকে আগত এবং মাগুরা মীরপাড়া মোড় থেকে আগত রিকশার চালকসহ ২ যাত্রী এবং রিকশা চালক ১(বিনোদপুর) গুরুতর জখম হয়ে সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ট্রাকটি মীরপাড়া মোড় পার হয়ে বেলতলা দিয়ে পালিয়ে চলে গেছে, ট্রাকের কালার নীল ও হলুদ । ট্রাকে কাচামাল ছিলো পেপে।
রিকশা চালকের নাম ইদ্রিস আলী(৫২) পিং- মৃত গফুর বিশ্বাস, গ্রাম- বিনোদপুর (উত্তর বিশ্বাস পাড়া), থানা- মহম্মদপুর। রিকশার যাত্রী ২ জন হলো মোঃ আকবর বিশ্বাস (৫৪) পিং- মোজাহের বিশ্বাস ও আজর মিয়া (৫৫) পিং- লতিফ মোল্লা উভয়ের গ্রাম- চাঁদপুর মাগুরা সদর চাউলিয়া ইউনিয়ন। সরেজমিনে দেখা যায় রিকশা চালকসহ ৩ জন ধলহরার উদ্দেশ্য যাওয়ার পথে, ধলহরা রোড থেকে আগত দ্রুত গামী পেপের ট্রাক মুখোমুখি মেরে দিলে ঘটনাস্থলে রিকশার ৩ জন মানুষ রাস্তায় লুটাইয়া পড়ে।
এলাকাবাসীর লোকজন জানায় রাস্তার দুই ধারে ২ মাস পূর্ব থেকে রোডের পার্শ্ববর্তী সাইডে মাটি না থাকার কারনে এই দূর্ঘটনা ঘটে। দুজন যাত্রীর মধ্যে আজর মিয়ার অবস্থা আশঙ্কা জনক এবং আকবর বিশ্বাস কে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে। ডাঃ শফিকুজ্জামান বলেন ২ জন যাত্রী রোগী ব্রেন্টে আঘাত পেয়েছে। ঘটনার খবর শুনে চাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান দ্রুত গতিতে সদর হাসপাতালে ছুটে আসেন।
প্রিন্ট