ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলবঃ-হান্নান মাসউদ Logo অবৈধ সম্পদঃ হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা Logo বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের স্থান নেইঃ -রুহুল কবির রিজভী Logo এবছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে কেশবপুর উপজেলা Logo ঝালকাঠিতে বিএনপির প্রাথমিক সদস্য ফরম বিতরণ কার্যক্রমে গতি আনতে জেলা সমন্বয়ক টিম গঠন Logo কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল‌ অনুষ্ঠিত Logo লালপুরে অগ্নিকাণ্ডে পুড়লো খামারির স্বপ্ন Logo কালুখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত Logo নিয়ম-নীতির তোয়াক্কা না করে শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিঃ কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে Logo ফরিদপুরে ২৭টি “ভূমি সেবা সহায়তা কেন্দ্র” উদ্বোধন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মাগুরায় একাধিক বিয়ে-প্রেমের ফাঁদে যুবকদের টারগেটে লাবন্য

মাগুরা সদর উপজেলায় একাধিক বিয়ের নামে পাত্রী সাঁজানো ও প্রেমের ফাঁদে ফেলা সেই লাবন্যের বিরুদ্ধে মাগুরা বিজ্ঞ সদর আমলি আদালতে মামলা হয়েছে। মামলার বাদী নজরুল ইসলাম জানান, আসামী লাবন্য খাতুন ও তার মা মমতাজ বেগম অত্যান্ত সুচতুর মহিলা, পরস্পর লোভী ও ভয়ানক শ্রেনীর লোক।তারা প্রতারনার মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে যুবকদের কাছ থেকে টাকা আদায় করা তাদের পেশায় পরিণিত হয়েছে।
এই প্রতারণার জন্য তাদের বিরুদ্ধে মাগুরা কোর্টে মামলা হয়েছে যার মামলা নং সি আর ১৫১/২১। তিনি আরো জানান, ইতিপূর্বে মাগুরা সদরের রায়গ্রাম মন্ডলপাড়ার সহজ সরল যুবক জুয়েল, নীজনান্দুয়ালী গ্রামের মামুন, আবালপুর গ্রামের ডেবিডের সাথে বিয়ের প্রতারনা করেছেন। এ ছাড়াও নাম না জানা অনেক যুবকদের কাছে থেকে বিয়ের কৌশলে সর্বশান্ত করেছে।
মাাগুরা, ফরিদপুর, নড়াইল ও যশোরের পার্শ্ববর্তী অঞ্চলে ঘুরে ঘুরে সহজ সরল যুবকদের সাথে প্রেমের অভিনয় করে বিয়ের কথা বলে মোটা অংকের টাকা আদায় করাসহ নানা ধরনের  হয়রানী করা তাদের পেশা ভিত্তিক কাজ। একারনে মা-মেয়ে নীজ গ্রাম নীজনান্দুয়ালী থেকে স্থানীয় মাতব্বররা তাদের গ্রাম থেকে বিতাড়িত করেছেন। তারা বর্তমানে পৌরসভার ১নং ওয়ার্ড দেড়ুয়া গ্রামে এসে বসবাস শুরু করে।
এর পর বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত হওয়ায় ঐ গ্রামে শালিস দরবারে দেড়ুয়া গ্রামবাসী অতিষ্ট। এবিষয়ে ঐ গ্রামের মাতব্বর রবিউল জানান, আসলে লাবন্য ও তার মা অসামাজিক লোক গ্রামে তাদের সাথে কারো সম্পর্ক নাই এক ঘরে স্বভাবস্বভাবের লোক। তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় বিভিন্ন অভিযোগ দায়ের করা আছে।
মামলার তদন্তকারী অফিসার ইকবাল মাহমুদ জানান, মামলাটি তদন্ত করার ভার আমার কাছে এসেছে। দোষীদের বিরুদ্ধে প্রমান পাওয়া গেলে আইনের কাছে তাদের বিচার হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের গতানুগতিক রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে তুলবঃ-হান্নান মাসউদ

error: Content is protected !!

মাগুরায় একাধিক বিয়ে-প্রেমের ফাঁদে যুবকদের টারগেটে লাবন্য

আপডেট টাইম : ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার, মাগুরা :
মাগুরা সদর উপজেলায় একাধিক বিয়ের নামে পাত্রী সাঁজানো ও প্রেমের ফাঁদে ফেলা সেই লাবন্যের বিরুদ্ধে মাগুরা বিজ্ঞ সদর আমলি আদালতে মামলা হয়েছে। মামলার বাদী নজরুল ইসলাম জানান, আসামী লাবন্য খাতুন ও তার মা মমতাজ বেগম অত্যান্ত সুচতুর মহিলা, পরস্পর লোভী ও ভয়ানক শ্রেনীর লোক।তারা প্রতারনার মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে যুবকদের কাছ থেকে টাকা আদায় করা তাদের পেশায় পরিণিত হয়েছে।
এই প্রতারণার জন্য তাদের বিরুদ্ধে মাগুরা কোর্টে মামলা হয়েছে যার মামলা নং সি আর ১৫১/২১। তিনি আরো জানান, ইতিপূর্বে মাগুরা সদরের রায়গ্রাম মন্ডলপাড়ার সহজ সরল যুবক জুয়েল, নীজনান্দুয়ালী গ্রামের মামুন, আবালপুর গ্রামের ডেবিডের সাথে বিয়ের প্রতারনা করেছেন। এ ছাড়াও নাম না জানা অনেক যুবকদের কাছে থেকে বিয়ের কৌশলে সর্বশান্ত করেছে।
মাাগুরা, ফরিদপুর, নড়াইল ও যশোরের পার্শ্ববর্তী অঞ্চলে ঘুরে ঘুরে সহজ সরল যুবকদের সাথে প্রেমের অভিনয় করে বিয়ের কথা বলে মোটা অংকের টাকা আদায় করাসহ নানা ধরনের  হয়রানী করা তাদের পেশা ভিত্তিক কাজ। একারনে মা-মেয়ে নীজ গ্রাম নীজনান্দুয়ালী থেকে স্থানীয় মাতব্বররা তাদের গ্রাম থেকে বিতাড়িত করেছেন। তারা বর্তমানে পৌরসভার ১নং ওয়ার্ড দেড়ুয়া গ্রামে এসে বসবাস শুরু করে।
এর পর বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত হওয়ায় ঐ গ্রামে শালিস দরবারে দেড়ুয়া গ্রামবাসী অতিষ্ট। এবিষয়ে ঐ গ্রামের মাতব্বর রবিউল জানান, আসলে লাবন্য ও তার মা অসামাজিক লোক গ্রামে তাদের সাথে কারো সম্পর্ক নাই এক ঘরে স্বভাবস্বভাবের লোক। তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় বিভিন্ন অভিযোগ দায়ের করা আছে।
মামলার তদন্তকারী অফিসার ইকবাল মাহমুদ জানান, মামলাটি তদন্ত করার ভার আমার কাছে এসেছে। দোষীদের বিরুদ্ধে প্রমান পাওয়া গেলে আইনের কাছে তাদের বিচার হবে।

প্রিন্ট