প্রতিবছর নভেম্বর মাসে দেশে বর্ণাঢ্যভাবে পালিত হয় জাতীয় সমবায় দিবস। দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয় বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় সমবায় দিবস আছাদুজ্জামান মিলনায়তনে শ্রেষ্ঠ সমবায় পুরস্কার পেলেন মধুচাষী রজব আলী।
মধুচাষী রজব আলীর গ্রামের বাড়ি মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামে। রজব আলীর মধু খামারের নাম হলো মীমা মধু মৌ খামার। কিছু দিন আগেও তিনি মীমা মধু প্রসেসিং মেশিনের মাধ্যমে মধু প্রক্রিয়াজাত করে বিশুদ্ধ মধু সারাদেশে সরবরাহ করছেন।
রজব আলীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন সভাপতি, মাগুরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ ও চেয়ারম্যান জেলা পরিষদ বাবু পঙ্কজ কুমার কুন্ডু। সার্বিক সহোযোগিতায় ছিলেন জেলা সমবায় অফিসার মোঃ ফরিদুল ইসলাম।
প্রিন্ট