বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বিকালে উপজেলার শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাংখালী ঘাটে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতা উপলক্ষে মাগুরা জেলা সহ আস পাশের কয়েকটি জেলার মানুষের আগমন ঘটে, দুপুর ২টায় লাক্ষো মানুষের উপস্থিতে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়।
এবছর প্রতিযোগিতায় মোট ২১ টি নৌকা অংশ নেয়।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে মাগুরার আকরাম হোসেনের খানবাড়ি নামের নৌকা , ২য় হয়েছে খুলনার দীঘলিয়া খাজা সর্দ্দারের সোনার বাংলা নামের নৌকা, ৩য় হয়েছে মনির হোসেন কাশিয়ানী গোপালগঞ্জ ও ৪র্থ হয়েছে মাগুরা সদরের কুচিয়ামোড়ার আছাদুজ্জামান এর নৌকা। ৫ম হয়েছে কুষ্টিয়ার হাসান বসির সিদ্দিকীর নৌকা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রিড়া মন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার এম,পি।
উদ্ভোদক ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, অনুষ্ঠানে সভাপিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রামানন্দ পাল।
মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এর উদ্দ্যোগে মহম্মদপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৮ম বারের মত এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুুুষ্ঠিত হয়েছে
প্রিন্ট