কুষ্টিয়ার খোকসায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সাম্প্রদায়িক হামলা লুটপাট ভাঙচুর জঙ্গিবাদ ও অগ্নিসংযোগের বিরুদ্ধে শান্তি শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে খোকসা পৌরসভা চত্বর থেকে এক বিশাল শান্তি শোভাযাত্রা বের হয় শহর প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম খান।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আরিফুল আলম তসর, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবি, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাবলু, জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শোমসপুর ইউপি চেয়ারম্যান বদরুদ্দীন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম, ছাত্রলীগের আহবায়ক শিমুল আহমেদ খান প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সমাবেশে সাম্প্রদায়িক হামলা, লুটপাট, ভাঙচুর, জঙ্গিবাদ ও অগ্নিসংযোগের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
প্রিন্ট