“জাতীয় সম্পদ রক্ষার্থে, ইদুর মারি একসাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলা কৃষি অফিসের আয়োজনে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসের হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, ওসমানপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ ইঁদুর এর ক্ষতিকর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। ইঁদুর আমাদের জাতীয় শত্রু তাই মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। ১১ ই অক্টোবর থেকে ১০ নভেম্বর-২০২১পর্যন্ত মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান পরিচালিত হবে।
প্রিন্ট