করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। শনিবার (৯ অক্টোবর) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে করোনার বেশকিছু উপসর্গ ছিল তার। সেজন্যই নমুনা দেন তিনি।
সাংসদ আয়েন উদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শরীরে জ্বর অনুভব এবং সর্দি কাশিতে ভূগতে থাকায় শনিবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেই। দুপুরে রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে পবার নওহাটার বাসায় আইসোলেশনে রয়েছি। পুরোপুরি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সাংসদ আয়েন। এ
পর্যন্ত পবা-মোহনপুরের মাটিতে নির্বাচিত সর্বকনিষ্ঠ সাংসদ আয়েন এ আসন থেকে দ্বিতীয়বারের মতো প্রতিনিধিত্ব করছেন। গত বছর করোনার সংক্রমণের সময় থেকেই তিনি এলাকায় ত্রাণ বিতরণ ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডসহ মানুষের জন্য কাজ করছেন।
এছাড়া করোনায় মৃত ব্যক্তির জানাজায় দেশের কোনো সাংসদ হিসেবে তিনিই প্রথম অংশ নিয়ে প্রশংসিত হন।
প্রিন্ট