মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র। রবিবার ১০ অক্টোবর সকাল ১১ টার সময় কছুন্দি বাজারে রামনগর হাইওয়ে থানা, মাগুরা ও হাইওয়ে পুলিশ, মাদারীপুর রিজিয়ন, ফরিদপুর এর আয়োজনে মাদক ও চোরাচালান নির্মূল, সড়ক দুর্ঘটনা হ্রাস, সন্ত্রাসী কার্যকলাপ রোধ, মহাসড়কে শৃঙ্খলা রক্ষা, চুরি, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজি রোধে জনসচেতনতা মূলক কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি ছিলেন, (এএসপি) হাইওয়ে সার্কেল যশোর, মাদারীপুর রিজিয়ন, ফরিদপুর আলী আহমেদ হাশমী।
বিট পুলিশিং সমাবেশের সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) রামনগর হাইওয়ে থানা মাগুরা মোঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন কছুন্দী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মোল্লা, কছুন্দী ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ নবুওয়াত শেখ সহ হাইওয়ে পুলিশ সদস্য, কছুন্দী ইউনিয়নের মোটরযান চালক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
প্রধান অতিথি এএসপি আলী আহমেদ হাশমী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বাংলাদেশের সমস্ত হাইওয়ে মহাসড়কে কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম উন্নয়নে ব্যাপক ভূমিকা নিয়েছেন। তিনি আরও বলেন জাতীয় মহাসড়কে নছিমন, করিমন, লাটা ও ইজিবাইক যানবাহন চলাচল সর্ম্পূণ নিষিদ্ধ এবং অবৈধ।
তিনি বলেন কেবল মাত্র অটো ইজিবাইক ও থ্রিউইলার শুধুমাত্র পৌরভার মধ্যে অবস্থিত ভিতরের সড়কে চলাচলের জন্য বৈধ কিন্তু হাইওয়ে জাতীয় মহাসড়কে এই ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ। অটো ইজিবাইক চালক সুজাত শেখ ও সাবেক মেম্বার নবুওয়াত শেখ বলেন, ইজিবাইক, অটো সিএনজি যানবাহন চলাচলের জন্য মাগুরা জেলাতে বাইপাস সড়কের প্রয়োজন।
প্রিন্ট