কুষ্টিয়া খোকসা উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে পোষাক তৈরীর ৭ দিনের প্রশিক্ষণ এর উদ্বোধনী করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন।
তিনি বলেন জীবনে ভালো থাকতে প্রশিক্ষণ নিন, এবং প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগান। তিনি আরো বলেন দেশ ও জাতির উন্নয়নে নারীদের স্বাবলম্বী হয়ে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা চরপাড়া ব্রাক মাল্টিক্লাস স্কুলের হলরুমে ২০২১- ২০২২ অর্থ বছরের রাজস্ব খাতে অপ্রাতিষ্ঠানিক ভ্রাম্যমান সেলাই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা যুব উন্নয়ন উপ-পরিচালক রিয়াজুল আলম খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বদিউজ্জামান। অনুষ্ঠানে বক্তব্যদেন খোকসা উপজেলা ব্রাক ম্যনেজার আবুল হুসাইন বিশ্বাস, সহকারী যুব কর্মকর্তা মোহাঃ আবুল কাশেম।
প্রশীক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীন, হুমায়ুন কবির প্রমুখ। চরপাড়া এলাকার ৬০ জন যুব মহিলা পোষাক তৈরী প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
প্রিন্ট