পরমেশ্বরদী ইউনিয়ন বিট পুলিশিংকার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে। ময়েনদিয়া বাজারস্ত সার্বজনিন মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডহরনগর ফাড়ি ইনচার্জ মোঃমোক্তার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস আই মোঃ তোতা মিয়া, বাবু সঞ্জয় কুমার বাড়ৈ, ইউপি সদস্য মোঃ ছলেমান মোল্লা, বিশিষ্ট ব্যবসয়ী মোঃ নজরুল ইসলাম, মোঃহান্নান মোল্লা ওযুবনেতা দীপক কুমার বিশ্বাস।
ময়েনদিয়া বাজার বনিক সমিতির সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী বাবু বিষ্ণু পদ সাহার সভাপতিত্বে আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথি জনাব মোক্তার হোসেন বলেন মানুষের মাঝে ভ্রান্ত ধারনা আছে পুলিশের কাছে গেলে নানা ভাবে হয়রানী হতে হয়। এর প্রতিকারের জন্য বর্তমান সরকার কমিউনিটি পুলিশের কাজে সচ্চতা আনতেই সরকার বিটপুলিশিং চালু করেছেন।
তিনি দ্যার্থহীন কন্ঠে বলেন আপনাদের সহযোগিতা নিয়ে আমরা পুলিশ প্রশাসন মাদক, সন্ত্রাসরোধ,চাদাবাজি অযথা হয়রানী বন্ধে সহায়ক ভূমিকা রাখতে বদ্ধপরিকর। জনগন যাতে পুলিশকে ভয় না পায় বরং দালালমুক্ত সুস্থ্যসেবা পায় সে ব্যাপারে আপনাদের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন পুলিশের সেবা জনগনের দ্বারগড়ায় পৌছায় দিতে আমরা ইতিমধ্যে ইউনিয়ন কমপ্লেক্সে বিট পুলিশং কার্যক্রম পরিচালনার জন্য একজন ইন্সপেক্টর ও সহাকারী কর্মকর্তার সম্ময়ে কাজ পরিচালিত হবে।
এ সময় তিনি চাঁদাবাজকে রুকতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন চাঁদাবাজির মত সমাজে মাদকের অভিসাপে ছেয়ে গেছে যার উত্তোরন এখনই জরুরি। সরকার ঘোষিত পুলিশ নিয়োগের উল্লেখ করে তিনি বলেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরকার সবকিছু মনিটরিং করছে যার সুযোগ এই প্রজন্ম ভোগ করছে।
এ জন্য আপনারা যোগ্য ও মেধাবী সন্তানকে নিয়োগ বানিজ্য ছাড়াই গর্বিত পুলিশ হওযার সুযোগ দিন। তিনি বিভিন্ন বক্তার দাবির প্রেক্ষিতে নির্ভয় দিয়ে বলেন কিছুদিন আগে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় আর কাউকে অহেতুক হয়রানী বা গ্রেফতার করা হবে না। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মোঃ তোতা মিয়া, মোঃছলেমান মোল্যা, অশোক কুমার ঠাকুর ও মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালায় ছিলেন ১নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোপাল চন্দ্র রায়।
প্রিন্ট