ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের উথুলী গ্রামের এক যুবকের বিষ পান, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু। ওই যুবক উথুলী গ্রামের ডালিম শেখ এর ছেলে নাগর শেখ (২২)। বুধবার রাত ২ টার দিকে ঢাকা মিরপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয় ও পরিবার সুত্রে পাওয়া, গত (১৩ সেপ্টেম্বর) সোমবার রাত ৯ টার দিকে বাড়িতে ডুকার সাথে সাথে উঠানের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায় নাগর শেখ। পরিবারের লোকজন ছুটে এসে জ্ঞান ফেরানোর চেষ্টা কালে সে জানায় সে বিষ পান করেছে। পরে তাকে পাশ্ববর্তী উপজেলা আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল অবশেষে ঢাকার মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
মিরপরের হাসপাতাইে গতকাল বুধবার রাত আনুমানিক ২ টার দিকে সে মারা যায়। মৃত নাগর শেখ এর বাবা ডালিম শেখ জানান , নাগর বুদ্ধিপ্রতিবন্ধী ছিলো সে স্বাভাবিক আচারন করতো না। প্রায়ই বিনা কারন বা অল্পকারনেই রাগ হতো। কি কারনে কেন বিষ পান করলো তা আমরা জানতে পারি নাই।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসিকুজ্জামান জানান, পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় এলাকাবাসীর দাবিতে স্বাভাবিক ভাবে দাফন সম্পর্ন করা হয়েছে।
প্রিন্ট