ফরিদপুরের চরভদ্রাসনে বন্যা ও করোনায় ক্ষতিগ্রস্থ ১৪ শত ৭০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ১১সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টা হতে দিনব্যাপী উপজেলার ৪ টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ সহায়তা প্রদান করা হয়।
ত্রান বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(অতি.দা.)মোঃমাসুদুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোঃমোতালেব হোসেন মোল্যা,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু,সদর ইউপি চেয়ারম্যান মোঃআজাদ খান, গাজিরটেক চেয়ারম্যান মোঃইয়াকুব আলী,চরহরিরামপুর ইউপি চেয়ারম্যন আমীর হোসেন খান ও ট্যাগ কর্মকর্তাবৃন্দ।
জানা যায় সদর ইউনিনে ৫৫০ পরিবার, গাজীরটেক ইউনিয়নে ৫৭০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল এবং হরিরামপুর ইউনিয়নের ১৫০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল ও শুকনা খাবার ও চরঝাউকান্দা ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল ও শুকনা খাবার বিতরন করা হয়।
মোট ১৪৭০ পরিবারের মাঝে ১৪.৭ মে.টন চাউল ও এদের মধ্যে ৩৫০ পরিবারকে শুকনা খাবার বিতরন করা হয়। শুকনা খাবারের মধ্যে ছিল ১ কেজি চিরা,আধা কেজি মুড়ি,আধা কেজি চিনি ও ১ প্যাকেট বিস্কুট।
প্রিন্ট