ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলে ২০২০-২১ মৌসুমের আখ মাড়াই উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় আখ মাড়াই এর উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
প্রধান অতিথি ডোঙ্গায় আখ ফেলে আখ মাড়াই উদ্বোধন করেন। এর আগে বিকাল ৪ টায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিলের ব্যাবস্থাপনা পরিচালক আনোয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, আখচাষী সমিতির সভাপতি জহুরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মনিররুজ্জামান রিংকু, মিলের জিএম (কৃষি) আহসান হাবিব প্রমুখ।
চলতি ২০২০-২১ মাড়াই মৌসুমে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৪’শত মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।