ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা মৎস অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ ১২হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গত শনিবার বিকেলে বোয়ালমারী সদর ইউনিয়নের চিতারবাজার থেকে ১০ হাজার মিটার ও পৌরসভা সদর বাজার থেকে ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
এ নিষিদ্ধ কারেন্ট জাল গুলো উদ্ধার করে উপজেলা চত্বরে জনসম্মুখে পুড়ানো হয়। জাল গুলোর বাজার মূল আনুমানিক ৩ লাখ টাকা। উপজেলা মৎস অফিসার রুহুল আমিন বলেন, বোয়লমারীতে বিভিন্ন প্রকার খাল বিল, হাওড়-বাওড়ে প্রায় ২৬০ প্রজাতির দেশীয় মিঠা পানির মাছ রয়েছে।
এ মাছ রক্ষা করার জন্য এমন অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে।
প্রিন্ট