ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন ৩৩তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা মো. রেজাউল করিম। তিনি বিদায়ী ইউএনও ঝোটন চন্দের স্থলাভিষিক্ত হয়েছেন।
বুধবার জেলা প্রশাসক অতুল সরকারের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নতুন ইউএনও। পরে সন্ধ্যায় নিজ দপ্তরে যোগদান করেন তিনি।
ইতিপূর্বে তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব ও মাঠ পর্যায়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ময়মনসিংহ জেলায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। চাকরির প্রথম পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ময়মনসিংহে যোগদান করেন।
নতুন ইউএনওর যোগদান উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে এক পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন (মুশা মিয়া), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার প্রফেসার আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) আব্দুর রহিম, সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক কোরবান আলী প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট