বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল শনিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা তাসনিয়া তাসমীম এর সভাপতিত্বে তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদযাপন উপলক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহনে এক সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলন মৎস্য কর্মকর্তা বলেন, ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রতিটি উনমুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে । বর্তমান সরকার করোনা কালীন সময়ে দেশের বেকারত্ব দূরকরনের লক্ষ্যে মৎস্য চাষের উপর গুরুত্ব দিয়েছে। উক্ত জলাশয় গুলোতে মাছের পোনা ও রেণু-পোনা ধরার নিষেধাজ্ঞা দিয়েছে।
প্রিন্ট