কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) দুপুরে ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার ও জাইকার সহযোগিতায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩১৬টি বেঞ্চ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, উপজেলা র্নিবাহী কর্র্মকর্তা দীনেশ সরকার, উপজেলা শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট