কুষ্টিয়ার সদর উপজেলায় বাড়ির গেট থেকে ভেঙে পড়া সানশেডের নিচে চাপা পড়ে মোহাম্মদ আলী (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) সকালে উপজেলার আইলচারা ইউনিয়নের বাগডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ কুষ্টিয়ার বড় আইলচারা জামেয়া ইসলামিয়া বালক-বালিকা মাদরাসার হেফজখানার ছাত্র। সে সেখানেই থেকে পড়ালেখা করত।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হেফজখানায় রান্নার জন্য জ্বালানি পাটকাঠি আনতে কয়েকজন ছাত্র যায় পাশের আব্দুল ওহাবের বাড়িতে। এসময় ছাত্ররা বাড়ির সামনে দাঁড়িয়ে গেট খোলার জন্য ডাকাডাকি করছিল। এ সময় হঠাৎ গেটের ওপর থেকে সানশেড ভেঙে মোহাম্মদ আলীর গায়ে পড়লে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রিন্ট