ঢাকা , মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অপারেশন ডেবিল হান্টঃ রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার-৩ Logo একই মঞ্চে ওসি-বিএনপি ও আ.লীগের এক ঝাঁক নেতা, ফেসবুকে আলোচনার ঝড় Logo বাংলাদেশ বিশ্ব দরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছেঃ-মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু Logo মাধবপুরের যুগান্তরের রজত জয়ন্তী উৎযাপিত Logo বড়াইগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫ Logo বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার Logo শিবপুরে থানা পুলিশকে হুমকি দিয়ে পেটালো স্বেচ্ছাসেবক দলের নেতা জজ মিয়া Logo কাশিয়ানীতে রাতের আঁধারে প্রতিমা ভাংচুর Logo অদম্য নারীর বিভাগীয় সম্মাননা পেলেন সাংবাদিক তপুর মা Logo ফসলি জমিতে চলছে পুকুর খননের মহোৎসব
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার, চার দিনের রিমান্ডে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট টাইম : ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • ৬২৪ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের মো. জিহাদুল ইসলামকে (২৮) ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গত মঙ্গলবার ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরেরদিন বুধবার ঢাকার সিএমএম আদালতের বিচারক জিজ্ঞাসাবাদের জন্য আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জিহাদুল সোতাশী গ্রামের মো. আব্দুর রহমান মোল্লার ছেলে। তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সহসভাপতি ছিলেন। এক সময় জিহাদ বোয়ালমারী এলাকায় শিবির কর্মী হিসেবে পরিচিত মুখ।

মামলা সূত্রে জানা যায়, ঢাকা জেলা আইনজীবি সমিতির সদস্য অ্যাডভোকেট মো. আবুল হাসান ওরফে শাহেদকে নিয়ে ‘রহিমা সুলতানা’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে দীর্ঘদিন ধরে মানহানিকর ও অপপ্রচারমূলক নানা পোস্ট দেওয়া হচ্ছিল। শাহেদ বোয়ালমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রামের বাসিন্দা। এ ঘটনায় শাহেদ বাদি হয়ে ডিএমপির কোতয়ালী থানায় চলতি বছরের ২০ জুন একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। এ প্রেক্ষিতে পরে ১৮ জুলাই তিনি একই থানায় এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা করেন।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের (সিটিটিসি) ঢাকা সিটির সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন একটি দল ওইদিন ডিএমপির যাত্রাবাড়ী থানার নয়ানগর এলাকার ১৭ নম্বর কাজলার বাসা থেকে জিহাদুলকে গ্রেপ্তার করে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) বিচারক মোর্শেদ আলম ভূইয়া বুধবার শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য আসামি জিহাদুলের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে অ্যাডভোকেট মো. আবুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে কি কারণে এই ছেলেটি আমার ও পরিবারের নামে ফেসবুকে বিভিন্ন বাজে পোষ্ট দিয়ে আসছিলো। আমি কোন উপায় না পেয়ে আইনের আশ্রয় নেই। এখন যে পুলিশি রিমান্ডে আছে। এ ঘটনার জন্য জিহাদের শাস্তি চাই।
বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন দলের উপপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ফেসবুকে ‘রহিমা সুলতানা’ নামের ভুয়া আইডিটি আসামি জিহাদুল নিজেই পরিচালনা করতেন। তাঁকে গ্রেপ্তারের সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে ওই ভুয়া আইডিটি লগইন অবস্থায় পাওয়া যায়। এসময় আসামির ব্যক্তিগত ওই মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

 


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অপারেশন ডেবিল হান্টঃ রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার-৩

error: Content is protected !!

ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার, চার দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
ডেস্ক রিপোর্টঃ :

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের মো. জিহাদুল ইসলামকে (২৮) ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গত মঙ্গলবার ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরেরদিন বুধবার ঢাকার সিএমএম আদালতের বিচারক জিজ্ঞাসাবাদের জন্য আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জিহাদুল সোতাশী গ্রামের মো. আব্দুর রহমান মোল্লার ছেলে। তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সহসভাপতি ছিলেন। এক সময় জিহাদ বোয়ালমারী এলাকায় শিবির কর্মী হিসেবে পরিচিত মুখ।

মামলা সূত্রে জানা যায়, ঢাকা জেলা আইনজীবি সমিতির সদস্য অ্যাডভোকেট মো. আবুল হাসান ওরফে শাহেদকে নিয়ে ‘রহিমা সুলতানা’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে দীর্ঘদিন ধরে মানহানিকর ও অপপ্রচারমূলক নানা পোস্ট দেওয়া হচ্ছিল। শাহেদ বোয়ালমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রামের বাসিন্দা। এ ঘটনায় শাহেদ বাদি হয়ে ডিএমপির কোতয়ালী থানায় চলতি বছরের ২০ জুন একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। এ প্রেক্ষিতে পরে ১৮ জুলাই তিনি একই থানায় এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা করেন।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের (সিটিটিসি) ঢাকা সিটির সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন একটি দল ওইদিন ডিএমপির যাত্রাবাড়ী থানার নয়ানগর এলাকার ১৭ নম্বর কাজলার বাসা থেকে জিহাদুলকে গ্রেপ্তার করে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) বিচারক মোর্শেদ আলম ভূইয়া বুধবার শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য আসামি জিহাদুলের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে অ্যাডভোকেট মো. আবুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে কি কারণে এই ছেলেটি আমার ও পরিবারের নামে ফেসবুকে বিভিন্ন বাজে পোষ্ট দিয়ে আসছিলো। আমি কোন উপায় না পেয়ে আইনের আশ্রয় নেই। এখন যে পুলিশি রিমান্ডে আছে। এ ঘটনার জন্য জিহাদের শাস্তি চাই।
বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন দলের উপপরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ফেসবুকে ‘রহিমা সুলতানা’ নামের ভুয়া আইডিটি আসামি জিহাদুল নিজেই পরিচালনা করতেন। তাঁকে গ্রেপ্তারের সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে ওই ভুয়া আইডিটি লগইন অবস্থায় পাওয়া যায়। এসময় আসামির ব্যক্তিগত ওই মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

 


প্রিন্ট